Advertisement

কোটা সংস্কার ও কর্মসংস্থানের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮২।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার ও কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কলেজ গেইট, কালিবাড়ি মোড়, টি.এ রোডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচী করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কারি ফাহিম মুনতাসির, সানিউর রহমান, আইরিন মৃধা, প্রহর আচার্য্য, সোস্মিতা দাসসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, তাদের এ আন্দোলন সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। বরং মেধাবীদের যোগ্য স্থানে ঠাই দিতেই তারা আন্দোলনের মাঠে নেমেছেন। তারা বলেন, কোটা ব্যবস্থার কারণে মেধাবীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি বৈষম্যের শিকার। এতে করে দেশে মেধার সংকট দেখা দিবে। তাই মেধাবীদের মূল্যায়ন করতে দেশ ও জনগনের স্বার্থে কোটা সংস্কার করে ৫% নিয়ে আসা এবং কর্মসংস্থানের দাবী জানান।

দাবী আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তারা আন্দোলনের মাঠে থাকার কথা জানান তারা।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com