Advertisement

বর্ণিল আয়োজনে বর্ষামঙ্গল কবিতা উৎসব অনুষ্ঠিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৩।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে উৎসব মুখর পরিবেশ এবং বর্ণিল আয়োজনে বর্ষামঙ্গল কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবকে কেন্দ্র করে কবিদের মিলনমেলায় পরিনত হয়।

কবিতা উৎসবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর। বর্ষামঙ্গল কবিতা উৎসবের আহবায়ক ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি শাহ মুহাম্মদ সানাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি ও পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য আসাদ মান্নান।

স্বাগত বক্তব্য রাখেন কবিতা উৎসবের সদস্য সচিব কবি আবদুর রহিম ও ধন্যবাদ বক্তব্য রাখেন কবিতা উৎসবের সমন্বয়ক কবি মোঃ আবদুল কুদ্দূস।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেশবরেণ্য কবি জয়দুল হোসেন, ফারুক মাহমুদ, ফরিদ আহমেদ দুলাল, ড.আলী হোসেন চৌধুরী, হাফিজ রশিদ খান, মাহমুদ কামাল, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান শিশির।

উৎসবে ৪ টি পর্বে ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানের শতাধিক কবি অংশগ্রহণ করেন।
উৎসবে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, সাহিত্য একাডেমীর আবৃত্তি শিল্পীরা একক ও দলীয় পরিবেশনায় অংশ নেন।

বর্ষামঙ্গল কবিতা উৎসবের সদস্য সচিব কবি আবদুর রহিম জানান, সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখা ও কাব্য আন্দোলকে জাগ্রত রাখার প্রত্যয়ে বর্ষামঙ্গল কবিতা উৎসবের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানের কবিদের অংশগ্রহণে উৎসবটি কবিদের মিলনমেলায় পরিনত হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com