Advertisement

ছাত্রলীগকর্মী ইজাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৭।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রলীগকর্মী ইজাজের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সরকারি কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় সুহিলপুর ইউনিয়নের চেয়্যারম্যান আবদুর রশিদ ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান তাজুল ইসলাম, জেলা ছাএলীগের সহ-সভাপতি নাসিম, জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মিঠু, ঘাটুরা ৮নং ইউনিয়নের মেম্বার কাজী খোকন প্রমূখ।

বক্তারা, প্রধান আসামীসহ অন্যান্য আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান। সেই সাথে পুলিশকে ১৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

উল্লেখ্য ,গত ৫ই জুন সদর উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর শহরের কলেজ পাড়ায় আনন্দ মিছিল করার সময় প্রতিপক্ষের প্রকাশ্যে গুলিতে নিহত হন ইজাজ।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com