Advertisement

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯০।

নিউজ ডেস্ক,

বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকালে পৌরশহরের লোকনাথ দিঘীর ময়দান থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শুভাযাত্রা বের হয়।

শুভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ফারুকি পার্কে গিয়ে শেষ হয়। সেখানে পহেলা বৈশাখ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বৈশাখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান, পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন।

বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী মেলা বসেছে ফারুকি পার্কে। লাঠি খেলা, সাপ খেলা, নাগরদোলা, লোকজ মেলাসহ বাঙালী সংস্কৃতির নানা আয়োজন করা হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com