Advertisement

ভারতে অনুপ্রবেশের অপরাধে কারাভোগ, সাজা শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৬।

নিউজ ডেস্ক,

ভারতে অনুপ্রবেশের অপরাধে সাজা পাওয়া নারীসহ দুই বাংলাদেশি নাগরিক আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। সোমবার (৮ এপ্রিল) দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের চেকপোস্ট দিয়ে তাঁরা দেশে ফেরেন। এসময় ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির মো: মাসুদ মাহাদী ও ঢাকা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার সাথী আক্তার।

তারা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। সেখানে কারাভোগ ডিটেনশন সেন্টার মিলিয়ে মাহাদী এক বছর ও সাথী দুই বছর ছিলেন। পরে দুই দেশের প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল কুমার দে, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাহাতুল ইসলাম, ৪২ বিএসএফ কোম্পানি কমান্ডার প্রশান্ত কুমার, ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম প্রমূখ।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com