নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধিক শিশু-কিশোর নিয়ে তিন দিনব্যাপি আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় মলাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্যাম্পের উদ্বোধন করা হয়।
তিন দিনব্যাপি আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) রুহুল আমিন।
চিত্রশিল্পী আসাদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজয়নগর আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, মাছিহাতা ইউনিয়নের চেয়ারম্যান আলামিনুল পাভেল, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া শিশ নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ক্যাম্পের আয়োজক নিয়াজ মোঃ খান বিটু জানান, নবম বারের মতো প্রকৃতির কাছে শিশুদের জন্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রকৃতি দেখে নিজেদের চিন্তা ভাবনা থেকেই তারা রঙ তুলিতে চিত্র ফুটিয়ে তুলছেন। আগামী শনিবার এ ক্যাম্পটির সমাপ্তি হবে।