নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় খাল ভরাট করার অভিযোগে মোবারক নামে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন।
এসময় তিনি জানান, খাল ভরাট করার কারণে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ওই গ্রামের মান্নান মিয়ার ছেলে মোবারককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং তাকে আগামী পাঁচদিনের মধ্যে খালটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে বলা হয়েছে। যদি তা না হয় তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে।