নিউজ ডেস্ক,
বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের স্মৃতি রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় কালজয়ী ঔপন্যাসিকের জন্মভিটা গোকর্ণঘাটে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমীর সভাপতি বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন।
এ উপলক্ষে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র। এ সময় মেলার সার্বিক বিষয় তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও গ্রন্থমেলার আহবায়ক মোঃ আব্দুল কুদ্দুস। উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন প্রমূখ।
প্রসঙ্গত, বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টি ‘তিতাস একটি নদীর নাম’ এর রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ।