নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষায় ওয়ার্ড ভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) পৌর এলাকার মধ্যপাড়া বর্ডার বাজারস্থ ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে তরী বাংলাদেশের আয়োজনে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়। সভায় নদী ও প্রকৃতি তথা পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিবেশ দূষণমুক্ত রাখতে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়া এবং পৌর কর্তৃপক্ষের কার্যকরী ভূমিকা রাখার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর এম.এ মালেক চৌধুরীর সভাপতিত্বে ও সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। আরো বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, কবির হোসেন কানু, আজিজুল হক, নাফিজ আহমেদ সেলিম, মোঃ রুবেল মিয়া, এহতেশাম চৌধুরী জনি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ পলিথিন। ব্যবহৃত বর্জ্য ও পলিথিন যত্রতত্র ফেললে আমাদের ড্রেনেজ ব্যবস্থা ও জলাশয়গুলো বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পলিথিন অপচনশীল হওয়ায় নষ্ট হচ্ছে মাটির উর্বরতা এবং নদীর নাব্যতা। এসময় বক্তারা পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় পলিথিন উৎপাদন, বিপণন, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার আইন প্রয়োগ করে বন্ধ করার দাবি জানান।