নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের অন্নদা স্কুলের বর্ডিং মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান৷
স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম শান্তনু চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, হাইজাম্প, লংজাম্প, গোলক নিক্ষেপ সহ ১০৮টি ইভেন্টে অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।