Advertisement

ভোট খরার মধ্য দিয়েই ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৯।

নিউজ ডেস্ক,

ভোট খরার মধ্য দিয়েই ব্রাহ্মণবাড়িয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার ৬টি নির্বাচনী আসনের ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। অধিকাংশ ভোটকেন্দ্রই ছিলো ফাঁকা।

সংশ্লিষ্টরা বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ার ধারণা করলেও শেষ পর্যন্ত তা হয়নি। এতে কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা অনেকটাই অলস সময় কাটিয়েছেন।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, উচালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া – ৩ আসনের নিয়াম মুহাম্মদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, রামকানাই হাই একাডেমী কেন্দ্রসসহ বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম ছিলো।

বিকেল ৪ টায় ভোটগ্রহণ শেষে জেলার ৬টি নির্বাচনী আসনের ৭৬১টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগণনা শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে ভোট গণনা কার্যক্রম চলছে। ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com