নিউজ ডেস্ক,
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ভিবিডি ব্রাহ্মণবাড়িয়ার নতুন কমিটিতে আগামী এক বছরের জন্য প্রেসিডেন্ট পদে ফজলুল করিম ও জেনারেল সেক্রেটারি পদে তৌফিকুল ইসলামকে নির্বাচিত করা হয়৷
এ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট সাদিয়া চৌধুরী, জেনারেল সেক্রেটারি তৌফিকুল ইসলাম, ট্রেজারার নিয়ামুল হক, পাবলিক রিলেশন অফিসার আরমান মিয়া, প্রজেক্ট অফিসার বায়েজিদ বিন বাশার, হিউম্যান রিসোর্স অফিসার জসিম মিয়া’কে নির্বাচিত করা হয়৷
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানী ঢাকা থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে ভোটগ্রহণ হয়৷ ভোটগ্রহণে অংশগ্রহণ করেন জেলা কমিটির ২৮ জন সদস্য৷ নির্বাচনে ৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ জন প্রার্থী৷
উল্লেখ্য, জাগো ফাউন্ডেশনের ইউথ উইং হিসেবে ইউএস এম্বাসির সহায়তায় ২০১১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। ৮টি বিভাগে ৬৪টি জেলায় মোট ৫০,০০০ নিবন্ধনকৃত ভলান্টিয়ার ‘লেট্’স রিবিল্ড আওয়ার নেশন’ স্লোগানকে প্রধান লক্ষ্য হিসেবে ধরে কাজ করছে স্বেচ্ছাসেবাকে সহজতর এবং ক্ষমতায়ীত করার মাধ্যমে দেশের উন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে ভলান্টিয়ার ফর বাংলাদেশের মিশন।