নিউজ ডেস্ক,
১লা ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা বাস্তবায়ন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম ওয়াসেল সিদ্দিকীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আবু হুরেরার সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভুইয়া, এড. আক্তার হোসেন সাইদ, রুহুল আমিন ভুইয়া বকুল, সুনীল চন্দ্র দেব, আছরারুন নবী মোবারক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশে বিভিন্ন দিবস পালন করা হলেও মুক্তিযোদ্ধাদের জন্য কোন দিবস পালন করা হয় না। যাদের ত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে তাদের মূল্যায়নের জন্য কোন দিবস পালন করা হচ্ছে না। এ সময় বক্তারা পহেলা ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানান।