Advertisement

মহাসড়কে নিরাপত্তায় আইনশৃংঙ্খলা বাহিনীর বিশেষ টহল

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৩৩।

নিউজ ডেস্ক,

কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের নিরাপত্তা এবং চালকদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে জেলা প্রশাসক মো: শাহগীর আলমের নেতৃত্বে আইনশৃংঙ্খলা বাহিনীর বিশেষ টহল দেয়া হয়েছে। বুধবার (০১ নভেম্বর) সকাল থেকে দুুপুর পর্যন্ত দুই মহাসড়কে গাড়ি বহর নিয়ে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা বিশেষভাবে টহল দেয়।

এসময় জেলার পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন, সরাইল ২৫ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ আরমান আরিফ, জেলা সিভিল সার্জন ডা: মো: একরাম উল্লাহ্, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জেলা উপ-পরিচালক মো: কামরুজ্জামান, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সরোয়ার উদ্দিন ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা ছিলেন।

জেলা প্রশাসক মো: শাহগীর আলম বলেন, অবরোধের শুরু থেকে আমরা সবাই মিলে মাঠে কাজ করছি। এখন পর্যন্ত কোন ধরনের ঘটনা ঘটে নি। আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তথাকথিত অবরোধ থাকলেও সড়কে কিন্তু যানচলাচল করছে। দূর পাল্লার যানবাহন কম চললেও সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com