নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকা অবরোধের কোন প্রভাব পড়েনি। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল পরিবেশ। রেলপথ ও নৌ-পথে যান চলাচল ছিল স্বাভাবিক। তবে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। জেলার সড়কগুলোতে ছোট-বড় সব ধরণের যানবাহন চলাচল করছে।
এদিকে অবরোধের ডাক দিলেও মাঠে দেখা যায়নি বিএনপির কোন নেতাকর্মীকে। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অবরোধকে সামনে রেখে যে কোন প্রকার নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে যৌথ বাহিনী টহল দিচ্ছে। এ যৌথ বাহিনীতে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন।