নিউজ ডেস্ক,
“পল্লী সঞ্চয় ব্যাংক” ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখার জুনিয়র অফিসার কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলার ৯ টি উপজেলায় কর্মরত সকল জুনিয়র অফিসারদের (মাঠ) সম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পারভেজকে সভাপতি ও মোহাম্মদ তৈয়বুর রহমান ভূইয়া রাসেলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি মোঃ আমীন খান ও মোঃ জুনায়েদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল আলম নিলয় ও মোঃ আইনাল হক, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান ও মোঃ শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য হলেন আবু ফাতেহ মোহাম্মদ শিহাব, মাহমুদ আক্তার ও মোমেনা বেগম।
উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত প্রকল্প “একটি বাড়ি একটি খামার” এর মেয়াদ শেষে ২০১৬ সালে ১ জুলাই থেকে “পল্লী সঞ্চয় ব্যাংক” নামে সারা দেশের ৪৯০ টি শাখার ১ কোটি ২০ লাখ সমিতির মাধ্যমে তৃণমূল জনগনের সেবা প্রদান করছে।