Advertisement

জেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১২৯।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণিল আয়োজনে ৬১২টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠী থেকে মণ্ডপে মণ্ডপে চলছে নানা আচার-অনুষ্ঠান। রোববার মহা অষ্টমিতে সন্ধ্যায় জেলা শহরের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম ও জেলার পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন।

এসময় তারা শহরের শ্রী শ্রী জয়কালী মাতাবাড়ি মন্দির, আনন্দ বাড়ি কালী মন্দির, কাল ভৈরব মন্দির, গগণশাহ বাড়ি মন্দির পরিদর্শন করেন৷

পরিদর্শন কালে তাদের সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা জয়নাল আবেদিন, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সেলিম, ভুমি কমিশনার মোঃ মোশাররফ হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল প্রমুখ৷

এসময় জেলা প্রশাসক মে: শাহগীর আলম বলেন, দুর্গোৎসবকে সামনে রেখে আমরা এক মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি৷ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আমরা পর্যবেক্ষণ করেছি৷ এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ আশা রাখছি এ বছর পূজা সুন্দরভাবে সম্পন্ন হবে৷

পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন বলেন, এ পূজাকে কেন্দ্র করে আমরা কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছি৷ সবাই উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উপভোগ করছে৷

উল্লেখ্য, এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬১২টি মন্ডপে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে৷ আগামী মঙ্গলবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসব৷

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com