
নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধু ফাউন্ডেশন সোসাইটি অব প্রবাসী সংগঠনের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) রাতে আমেরিকার প্রবাসী অভি খানের উদ্যোগে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় এ সংগঠনটির উদ্বোধন করা হয়।
এতে অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য শাহীন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামান খান, বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল জাবেদ, সংগঠনের পরিচালক জাহিদুল ইসলাম ইমন, ইমরান খান, রাসেল খাঁ প্রমুখ।
এসময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সমাজের উন্নয়ন অবকাঠামো, গরিব দুঃখী, রক্তদান কর্মসূচি, বেওয়ারিশ লাশ এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার উদ্দেশ্য হলো এ সংগঠনের কাজ। এ সংগঠনের সাথে জরিত সবাইকে সমাজের ভালো কাজ করার আহবান জানানো হয়।
পরে কেক কাটার মধ্য দিয়ে বন্ধু ফাউন্ডেশন সোসাইটি অব প্রবাসী সংগঠনের উদ্বোধন করা হয়।