নিউজ ডেস্ক,
ভারত উপমহাদেশের রাগ সঙ্গীতের কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁর (৮ অক্টোবর ) ১৬১তম জন্মবার্ষিকী আজ। ১৮৬২ সালের আজকের এ দিনে তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রাম বর্তমানে যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় অন্তর্গত, সেই গ্রামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন।
বাবা সবদর হোসেন খাঁ এবং মা সুন্দরী বেগমের ঘরে জন্ম গ্রহন করেছিলেন আলাউদ্দিন খাঁ।
শিশুকাল থেকেই সুরের প্রতি তার ছিল এক অন্যরকম আকর্ষণ। সঙ্গীতে হাতেখড়ি বাল্যকালে বড় ভাই ফকির আফতাব উদ্দিন খাঁর হাত ধরে। তিনি মাত্র দশ বছর বয়সে সুরের প্রতি ভালোবাসা টানে বাড়ি থেকে পালিয়েছিলেন। কিশোর বয়সে কলকাতার প্রখ্যাত সংগীত সাধক গোপালকৃষ্ণ ভট্টাচার্যের শিষ্যত্বে ৭ বছর সাধনা করে যন্ত্র সংগীত সাধনায় নিযুক্ত হন ওস্তাদ আলাউদ্দিন। আর এরপর থেকেই ভারতে বসবাস করতে শুরু করেন তিনি। তৎকালীন ব্রিটিশ রাণী থেকে সুর সম্রাট উপাধিসহ ভারত উপমহাদেশে দুর্লভ উপাধি ও সম্মানে ভূষিত হন ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন জানান, দিনটি পালনে সংগঠনের পক্ষ থেকে ওস্তাদ আলাউদ্দিন খাঁ নিজ জন্মভূমি শিবপুর গ্রামে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, কিংবদন্তি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে মৃত্যুবরণ করেন।