নিউজ ডেস্ক,
এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে কুমিল্লা-ফেনী-মীরসরাই-চট্টগ্রাম রোর্ড মার্চ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের বিরাসার এলাকায় জেলা বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তকদির হোসেন জসিম, জেলা বিএনপির সদস্য নূরে আলম সিদ্দিকীসহ জেলা ও উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা, এক দফা দাবি আদায়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আগামী ৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিএনপির রোর্ড মার্চ সফলে জেলা বিএনপির সকল নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।