নিউজ ডেস্ক,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮শে সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার কাজীপাড়ায় অবস্থিত জেলা ঈদগাহ ময়দানে কাজীপাড়া ছাত্র ও যুব সংগঠনের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র-৩ ও ৮ নং ওয়ার্ড কাজীপাড়ার কাউন্সিলর মীর মোহাম্মদ শাহীন।
মো: বাছির মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক মো: খাদেম আফরোজ শাহ্, খাদেম শিরু শাহ্, মো: আবেদ মিয়া। সার্বিক তত্বাবধায়নে ছিলেন ছাত্রলীগ নেতা মোঃ নীবর মিয়া ও বিদ্যুৎ মিয়া।
প্রীতি ফুটবল খেলায় সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সিনিয়র একাদশ কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় জুনিয়র একাদশ। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা খেলায় বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।