নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেস্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ খেলায় বিজয়ী হয় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ফুটবল দল।
জানা যায়, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কসবা পৌরসভা ফুটবল দল বনাম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ফুটবল দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে দর্শকরা নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আসতে শুরু করেন। সময় যত গড়ায় মাঠের গ্যালারিতে দর্শকদের আনাগোনা তত বাড়তে থাকে। দর্শকদের আনন্দ উল্লাসে যেন পুরো স্টেডিয়াম তার পুরোনো রুপ ফিরে পায়।
ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, ৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিক হাসান উল্লাহ, সিভিল সার্জন ডা. মোঃ একরাম উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বীর চৌধুরী মন্টু প্রমূখ।
৯০ মিনিটের এ ফাইনাল খেলায় শূন্য গোল থাকায় ট্রাইবেকার করানো হয়। ট্রাইবেকারে কসবা পৌরসভা দলকে ৩-৪ গোলে হারিয়ে বিজয়ী হয় ব্রাক্ষণবাড়িয়া পৌরসভা দল। পরে অতিথিরা বিজয়ী দলের হাতে ৬০ হাজার টাকার চেক পুরস্কার তুলে দেন।