নিউজ ডেস্ক,
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাকের পার্টির ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর), ১ (নাসিরনগর), ২ (সরাইল-আশুগঞ্জ) প্রার্থী বাছাইয়ের লক্ষে নির্বাচন কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভাস্থ পৌর কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির আয়োজনে এ নির্বাচন কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সভাপতি মো: সেলিম কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
এসময় আরো উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য শেখ নজরুল ইসলাম লিটন, মোঃ দেলোয়ার হোসেন, মুফতি শরিফুল ইসলাম সাইফী, মোঃ আব্দুর রশিদ হাওলাদার, মুফতি মাওঃ কাউসার আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি শামীম হায়দার বলেন, আজকে বাংলাদেশকে কেন্দ্র করে বড় দুটি দলে যেভাবে নিজেদের স্বার্থে সবকিছু হচ্ছে তা অত্যন্ত দু:খজনক। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তাফা আমির ফয়সাল বলেছেন বঙ্গবন্ধুর শাহাদাতের পরে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনই নিরপেক্ষ হয় নি।