নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ার প্রথম শ্রেণীর ঠিকাদার ও বিশিষ্ট সমাজসেবক মোঃ খাইরুল হাসানের সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া পরানো হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকেলে পৌরসভার কাজীপাড়া কাজী মাহমুদ শাহ মাজার প্রাঙ্গনে এ দোয়া ও মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে কুরআন খতম পড়ানো হয়।
দোয়া ও কুরআন খতমের আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র ও কাজীপাড়া ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর মোঃ শাহীন। এসময় এলাকার ময় মুরুব্বিসহ যুবকবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কাজীপাড়া আতকা পীর মসজিদের ইমাম মোঃ হামদু।
এ সময় খাইরুল হাসানের সুস্থতা কামনা সহ কাজীপাড়া সকল কবরবাসীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে তাবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, খায়রুল হাসানের হার্ট ব্লক হওয়ায় বর্তমানে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হার্ট ব্লকের কারণে তাকে দুটো রিং পড়ানো হয়েছে।