নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার ১৮৫০ পিস শাড়ি ও ৩১০ পিস চকলেট উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৬ জুন) বিকেলে বিজিবির ২৫ ব্যাটালিয়নর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এসব মালামাল উদ্ধার করে বিজিবির ২৫ ব্যাটালিয়ন (সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা। যার বাজার মূল্য ৮৪ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ভারতীয় মালামালগুলো শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ (পিএসসি) জানান, সীমান্ত এলাকা দিয়ে কোন চোরা চালান মালামাল যেন দেশে ঢুকতে না পারে সেজন্য বাংলাদেশ বর্ডার গার্ড সবসময় সীমান্ত এলাকায় জাগ্রত রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরবিচ্ছিন্ন টহল তৎপরতা অব্যাহত থাকবে।