Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩৩৬।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট ইউনিটের আয়োজনে চারদিনব্যাপী Unit Disaster Response Team (UDRT) প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে চারদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রেডক্রিসেন্ট ইউনিট ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকার।

রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জায়দুল হকের সভাপতিত্বে ও ইউনিটের সেক্রেটারী মোঃ শাহ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ইউনিটের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক নজরুল ইসলাম শাহাজাদা, মোঃ সালাহউদ্দিন সরকার, আশিকুর রহমান পাঠান, ইউনিট লেভেল অফিসার পঙ্কজ সরকার ও প্রশিক্ষক রেডক্রিসেন্ট সোসাইটির সদর দফতরের এডমিন বিভাগের জুনিয়র সহকারি পরিচালক কাজী আসাদুজ্জামান।

চারদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের ২৫ জন যুব ও স্বেচ্ছাসেবক অংশ নেন। এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন ঢাকা, মানিকগঞ্জ ও ময়মনসিংহের চারজন প্রশিক্ষক।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com