স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় রাসেল মিয়া(৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আলীনগর গ্রামের তার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাসেল ওই গ্রামের মাহফুজ মিয়ার ছেলে । সে পেশায় একজন কাভার ভ্যান চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তার বসতঘরে গিয়ে সিলিং এ ওড়না কাপড় পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মির্জা মোঃ হাসান বলেন, ঘটনাস্থল পরদির্শন করেছি। প্রাথকিভাবে আত্বহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে সঠিক ঘটনা জানা যাবে।i