বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা থেকে ৬৪০পিস ইয়াবা সহ এক যুবককে আটক করেছে র্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ থেকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কমলানগর গ্রামের জুরু মিয়ার ছেলে শিমুল(২২)কে ৬৪০পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করা হয়।
এ বিষয়ে র্যাব-১৪ থেকে সাংবাদিকদের মেইল বার্তার মাধ্যমে জানানো হয় সিলেট মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে মোটরসাইকেল তল্লাশী করে। এসময় একটি মোটরসাইকেল আসতে দেখে থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহী সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল মোটর সাইকেলের পিছু নিয়ে ২৬মে রাত সাড়ে ৮ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ ইয়াসিন মিয়ার “খাবার হোটেলের” সামনে মোটরসাইকেলসহ মোঃ শিমুল মিয়া (২২) আটক করে। আটককৃত যুবকের দেহ তল্লাশী করে ৬৪০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধাকৃত আলামতের আনুমানিক মূল্য = ২,৬৬,০০০/- টাকা। আটককৃত যুবককে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।