স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুরের পাড় থেকে তিন সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রহিমা বেগম (৪৫) শুক্রবার বিকেলে থেকে নিখোঁজ ছিল। সে ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী সহিদ মিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, রহিমা শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাজার করার জন্য বের হওয়ার পর তার আর খোঁজ মিলছিল না।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, স্থানীয় লোকজন পুকুরে পাড়ে গলায় কাপড়ের বেল্ট পেছানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দেয়া হয় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।