স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক এর আমতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত অলি রহমান (৩০) উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মোহন মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, অলি রহমান হাল চাষের ট্রাক্টর নিয়ে হবিগঞ্জের মাবপুর যাওয়ার সময় ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। এ সময় চালক অলি রহমান নিহত হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।