স্টাফ রিপোর্টার:
মুজিব বর্ষ উপলক্ষে “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ক্যারাভান রোড শো’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও বিজয়নগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই ‘ক্যারাভান রোড শো’ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে বিজয়নগর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এ, ইয়াসির আরাফাত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ফারহান ইসলাম, আইপিটিএম প্রতিনিধি কৃষিবিদ বদিউজ্জামান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ কামাল হক। পরে নিরাপদ খাদ্য নিশ্চিতে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।