স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৪টি দোকান পুড়ে গেছে। রবিবার রাতে উপজেলার চম্পকনগর বাজারে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের শাহিনূর ভূইয়ার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মূহুর্তেই বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশ থেকে জনসাধারণ এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু করে।
পরে খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিস ও পার্শ্ববর্তী মাধবপুর ফায়ার সার্ভিসের স্থানীয়দের প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ফলে কয়েকটি দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চম্পকনগর ফাঁড়ীর ইনচার্জ এস আই নুর ইসলাম নুরু জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।