স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিরিনা বেগম (৪৫) এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিহতের বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সে ওই গ্রামের প্রবাসী মোঃ রুক মিয়ার স্ত্রী। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা। এ সময় তারা স্থানীয়দের সাথে কথা বলেন এবং ঘটনার তদন্তে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
জেলা অতিরিক্ত পুলিশর মোহাম্মদ আলমগীর হোসেন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে প্রবাসীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।