স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ বোতল স্কাফ এবং মাদক বিক্রির ১৬ হাজার ৭৩০ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজার এবং উপজেলার ফতেপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার কাশীনগরের মোঃ জুয়েল মিয়া-(২২), নলগরিয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন-(১৯) এবং পেটুয়াজুরী গ্রামের সুভেল মিয়া- (৩২)।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ বোতল স্কাফ এবং মাদক বিক্রির ১৬ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে