Advertisement

 বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি – ২৫

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩০৮।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা, ৬২ বোতল ইস্কফ, ৩৫ বোতল হুইস্কি, ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নর (সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা।

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী বিষ্ণপুর,সেজামোড়া,চাঁনপুর, ইকরতলী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বুধবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মাদ্রকদ্রব্য গুলো ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ,(পিএসসি) জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরবিচ্ছিন্ন টহল তৎরতা সজাগ থাকবে তারা। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com