নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২৬ বোতল ফেন্সিডিল‘সহ নুরুল আমিন (২৩) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার হোসেনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার হোসেনপুর গ্রামে অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। অভিযান চলাকালে ১২৬ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন সময়ে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।