Advertisement

বিজয়নগরে ৩শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৭।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার সিংগারবিল ইউনিয়নের চাউরা কবি সানাউল হক কলেজ মাঠে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ৷

২৫ বিজিবি পক্ষ থেকে জানানো হয়, বিজিবি বছরব্যাপী আর্ত মানবতার সেবায় অসহায় দুঃস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের এ মানবতার কাজ অব্যাহত থাকবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি’র উপ-অধিনায়ক, বিওপি কমান্ডার এবং বিজিবি’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com