মোঃ রাসেল আহাম্মেদ, এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্ত্র ও গুলিসহ জুয়েল মিয়া (৩৩) নামের একজনকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে উপজেলার দড়িয়াকান্দি গ্রামের ইমামনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ইমামানগর এলাকার ফরিদ মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় জুয়েল দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব ক্যাম্পের সদস্যরা ছদ্মবেশে ৩০০০ টাকার বিনিময় তার কাছ থেকে একটি অস্ত্র ভাড়া নেওয়ার পরিকল্পনা করে।
পরিকল্পনামত জুয়েল অস্ত্র ভাড়া দিতে ইমামনগর এলাকায় আসলে র্যাব ১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল তাকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। আটককৃতের বিরুদ্ধে বাঞ্ছারামপু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।