নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম গ্রেপ্তার হওয়ায় আনন্দ মিছিল করেছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মুসা মার্কেটের সামনে থেকে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আবদুল্লাহ আল মহসিন, সদস্য সাখাওয়াত হোসেন, আবদুল করিম, দেলোয়ার হোসেন, আবদুল করিম, উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ।
এসময় বক্তারা বলেন, বাঞ্ছারামপুরের আনাচে-কানাচে দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার ধূসরদের কারণে যত অপকর্ম হয়েছে, তার সাথে তাজুল ইসলাম জড়িত। বিভিন্ন ভুয়া হামলা মামলায় বিএনপির নেতা-কর্মীরা কারা নির্যাতিত হয়েছে। বক্তারা আওয়ামীলীগের দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম টানা চারবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব ও পালন করেন।