আশুগঞ্জ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ড্রাম ট্রাক চাপায় অন্তর মনি (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়তল্লা এলাকায় এ দৃর্ঘটনা ঘটে।
নিহত অন্তর মণি নবীনগর উপজেলার বীরগাও ইউনিয়নের আমতলী পূর্বপাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে। এই ঘটনায় নিহতের খালা হোসনে আরা বেগম আহত হয়েছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ রহমান জানান, আশুগঞ্জ থেকে তালশহরের দিকে যেতে থাকা একটি ড্রাম ট্রাক বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অন্তর মণি অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে ট্রাকটি চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় স্থানীয় লোকজন ট্রাকচালক জালাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।