স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস উল্টে চালকসহ ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বগইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবহী বাস শনিবার দুপুরে আশুগঞ্জের বগইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মোটর সাইকেলকে রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ সময় বাসটিতে থাকা চালকসহ ১০ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। তবে কোন যাত্রী মারাত্মক আহত হননি। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করেন। তিনি জানান, আহতদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। বাকিদের আঘাত তেমন গুরুতর নয়।