স্টাফ রিপোর্টার:
সাংবাদিকদের অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে যাত্রা শুরু করেছে সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের ভেনিস বাংলা রেস্টুরেন্টে সংগঠনটির আত্মপ্রকাশ করে।
মোহনা টেলিভিশন আশুগঞ্জ প্রতিনিধি তসলিম আহমেদকে সভাপতি ও ডিবিসি নিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি খন্দকার রায়হানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন-দৈনিক বাংলাদেশের কণ্ঠ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তাইফুর রহমান, সহ-সভাপতি দৈনিক দিন পরিবর্ত আশুগঞ্জ প্রতিনিধি তারেক আল রহমান অপু, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি নিয়াজুল হক, সাংগঠনিক সম্পাদক পূর্বাঞ্চল নিউজের নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম খান,কোষাধ্যক্ষ ডেইলি বাংলাদেশ আশুগঞ্জ প্রতিনিধি সন্তুষ সূত্রধর, দপ্তর সম্পাদক হোয়াইট নিউজ আশুগঞ্জ প্রতিনিধি সাফায়েত হোনেন, প্রচার সম্পাদক দৈনিক দেশের খবর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তানভীর হাসান তৌফিক ও কার্যকারী সদস্য সমকালের আশুগঞ্জ প্রতিনিধি প্রভাষক আনোয়ার হোসেন,কার্যকরী সদস্য ০২ ভোরের কাগজের আশুগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান।
আশুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের আশুগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমকালের আশুগঞ্জ প্রতিনিধি প্রভাষক আনোয়ার হোসেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশের কণ্ঠ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তাইফুর রহমান। ডিবিসি নিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি খন্দকার রায়হানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের আশুগঞ্জ প্রতিনিধি তসলিম আহমেদ। এ সময় নবগঠিত আশুগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।