আশুগঞ্জ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুরে বাড়ির উঠানের মাটি খুড়ঁতে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করছে স্থানীয়রা ও পুলিশ।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামের হাজী বাড়ির মৃত কামাল পাশা’র বাড়ির উঠানের মাটি খোঁড়ার কাজ চলছিল। সেখানে মাটি খুড়তেই মর্টার শেলটি পান শ্রমিকরা। পরে বাড়ির মালিক আসলাম
মিয়াকে খবর দিলে তিনি মর্টার শেলটি দেখতে পেয়ে আশুগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে বাড়ির পাশে পরিত্যাক্ত জায়গায় লাল কাপড়ের বেষ্টনির মধ্যে রাখে। এবং পুলিশ সদস্যরা সেনাবাহিনীর উর্দ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।
মাটি খুড়াঁর কাজে নিয়োজিত শ্রমিক মো. মোসা মিয়া জানান, বাড়ির উঠানের মাটি খুঁড়তে গিয়ে কোদালের কোপে শক্ত কিছু টের পাই। তারপর আরো মাটি খুঁড়ে মর্টার শেলটি উদ্ধার করি। বাড়ির মালিকবে খবর দেই।
বাড়ির মালিক আসলাম মিয়া জানান, মাটি খুড়াঁর কাজে নিয়োজিত শ্রমিকরা সকালে বাড়ির উঠানের মাটি খুঁড়তে গিয়ে মর্টার শেলটি পায়। পরে আমি পুলিশকে খবর দেয়। পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে বাড়ির পাশে পরিত্যাক্ত জায়গায় লাল কাপড়ের বেষ্টনির মধ্যে রাখা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, বাহাদুরপুরে মাটি খুড়াঁর কাজে নিয়োজিত শ্রমিকরা বাড়ির উঠানের মাটি খুঁড়তে গিয়ে এটি উদ্ধার করেন। সেনাবাহিনীর উর্দ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছি।