Advertisement

আজ আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলামের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী॥

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৯৮।

আশুগঞ্জ প্রতিনিধি:

আজ (১৪) মার্চ রবিবার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আমিনুল ইসলাম ভূঁইয়ার ৬ষ্ঠতম মৃত্যু বাষির্কী। ২০১৫ সালের এই দিনে তিনি ঢাকায় চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু বরণ করেছিলেন। মৃত্যুর আগর্পযন্ত তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ ও বঙ্গবন্ধুর আদর্শের বীর সৈনিক।

এ ছাড়া আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আশির দশকে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ছাত্রনেতা ও জেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতার আদর্শ ছিল আওয়ামীলীগ নবীন নেতা-কর্মীদের অনুপ্রেরণা।

আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের ভূঁইয়া পাড়া সাহেব বাড়ির বাসিন্দা ছিলেন আমিনুল ইসলাম ভূঁইয়া। মৃত্যুর পর উনার দাফন সম্পন্ন হয় ভূইয়া পাড়ার পারিবারিক কবরস্থানে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য কর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আমিনুল ইসলাম ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে উনার আত্বার মাগফেরাত কামনা করে সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন মরহুমের পরিবারের সদস্যরা।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com