Advertisement

২ কোটি টাকা ব্যয়ে খাদ্য গুদামের পাকা সড়কের নির্মাণকাজের উদ্বোধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৭৭।

আশুগঞ্জ প্রতিনিধি॥

দীর্ঘ প্রতিক্ষার পর ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের খাদ্য গুদামের পাকা সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে খাদ্য গোদামের বাঁশবাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পাকা সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান- হানিফ মুন্সি।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, কুমিল্লা খাদ্য বিভাগের প্রকৌশলী আব্দুল মান্নান, আশুগঞ্জ খাদ্য গুদামের কর্মকর্তা এ.কে.এম মঈনুল খায়ের, জেলা চাতালকল মালিক সমিতির সভাপতি বাবুল মিয়া, আশুগঞ্জ উপজেলা চাতালকল মালিক সমিতির সভাপতি জোবায়ের হায়দার বুলু, সাধারণ সম্পাদক হেলাল শিকদার, সহ-সভাপতি হাজী সাদেক মিয়া সহস্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খাদ্য বিভাগের অর্থায়নে ২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে খাদ্য গোদামের সড়কটির পাকা সড়কে রুপান্তরিত করা হচ্ছে। এর ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বাংলাদেশ নৌ-বাহিনীর ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং এয়ার্কসফ লিমিটেড- ও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ট্রমা গ্রুপ চারু কনস্ট্রাকশন লিমিটেড।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com