Advertisement

১১ দফা দাবিতে আশুগঞ্জ নদী বন্দরে অনিদিষ্টকালের নৌ ধর্মঘট

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৪১।

আশুগঞ্জ প্রতিনিধি:

বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ ১১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘট শুরু করেছে নৌযান শ্রমিকরা। নৌ-ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌ বন্দরে সার, রড, সিমেন্ট, পাথর, কয়লাসহ বিভিন্ন পন্য নিয়ে আটকা অর্ধশতাধিক জাহাজ

এ ছাড়া পন্য উঠানামাও বন্ধ রয়েছে। এতে বন্ধ হয়ে গেছে নদী বন্দরের কার্যক্রম। বেকার হয়ে পড়েছে বন্দরের হাজারো শ্রমিক।

সোমবার দিনগত রাত ১২টা ১মিনিট থেকে নৌ যান শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য নৌযান-শ্রমিকদের ধর্মঘট শুরু করে শ্রমিকরা। তবে আশুগঞ্জ থেকে ৬টি নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। প্রতিদিন ভারতের ত্রিপুরাসহ দেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানের নানা পন্য নিয়ে আশুগঞ্জ বন্দরে নোঙ্গর করে অন্তত অর্ধশতাধিক জাহাজ।

নৌযান শ্রমিক ফেরাডেশনের দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বাহার মাষ্টার জানান, বাল্কহেডসহ সব নৌ-যান ও নৌ-পথে চাঁদাবাজি-ডাকাতি বন্ধ করা, ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌ-যানের সর্বস্তরের শ্রমিকদের বেতন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস এবং মালিক কর্তৃক খাদ্যভাতা সহ শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবীতে ধর্মঘট চলছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com