স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ৩০ লিটার চোলাই মদসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। শনিবার রাতে উপজেলা বাগানবাড়ী রোড এলাকা থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের শহিদ মেম্বারের ছেলে আমির হোসেন (৫২), সোনারামপুর গ্রামের মৃত ছানাউলাহ মিয়ার ছেলে রিপন মিয়া (৪৮), চার চারতলা গ্রামের মৃত সিদ্দিক মিযার ছেলে আশরাফুল ইসলাম(৩০) সদর উপজেলার সহিলপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে সুমন ইসলাম (১৯), সুনামগঞ্জ ধীরাই উপজেলার বড় নগদীপুর গ্রামের মৃত আজর আলী মিয়ার ছেলে সাজ্জুল হোসেন (৩০), হবিগঞ্জ লাখাই উপজেলার গাংপাড়া হাটি গ্রামের জামিল মিয়া ছেলে হোসেন মিয়া (৩০)।
রবিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও ভৈরব র্যাবের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে আভিযান পরিচালনা করে চোলাই মদসহ এই ছয় মাদক কারবারিদের আটক করা হয়েছে।
এই চক্রটি দেশীয় পদ্ধতিতে চোলাই মদ তৈরি করে জেলার আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে বলে জানায় র্যাব।