স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জোয়ার আসর থেকে ১২জন জুয়ারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলা আড়াইসিধা দক্ষিণ পাড়ার আবুল বাশারের বাড়িতে জুয়া খেলার সময় তাদের আটক করেন আশুগঞ্জ থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে জোয়া খেলার সরঞ্জাম সহ নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের সাইফুল ইসলাম, ইদন মিয়া, বাদল মিয়া, আজিজুর রহমান, আলাউদ্দিন, সরাইলের বিশুতারা গ্রামের আব্দুল মান্নানের ছেে ইব্রাহীম, চুন্টা গ্রামের সোহেল মিয়া, রসুল গ্রামের মাসুদ মিয়া, চুন্ডা এলাকার রাজন, ব্যাপারী পাড়ার সফিকুল ইসলাম, রসুল গ্রামের ইউসুফ মিয়া। তাদের বিরুদ্ধে জুয়ারী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের দক্ষিণ পাড়া আবুল বাশারের বাড়িতে জোয়ার আসর বসেছে জানতে পারি। পরে অভিযান চালিয়ে ১২ জুয়ারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।