স্টাফ রিপোর্টার:
বিপুল পরিমাণ মাদকসহ হবিগঞ্জ হতে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২ জনকে আটক করেছে করেছে র্যাব।
সোমবার সকালে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, ঢাকা জেলার কামরাঙ্গীরচর উপজেলার নয়াগাঁও এলাকার শাহজাহান মিয়ার ছেলে জাহিদ (৩২) ও শরিয়তপুর জেলার জয়নগর এলাকার কলিম উদ্দিন বেপারীর ছেলে মনির হোসেন (২২)।
সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান।
তিনি ও স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথসহ সিলেট-ঢাকা মহাসড়কে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পাশে অভিযান চালিয়ে পিকআপভ্যানসহ তাদের ২জনকে আটক করেন বলে জানান। পিকআপভ্যানে তল্লাশি করে ২৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৬ হাজার ৭ শত টাকা জব্দ করেন।
উদ্ধারকৃত আলামতের বাজার মূল্য প্রায় ২০ লাখ ৬৬ হাজার ৭ শ টাকা। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের হয়েছে।