আশুগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রার্ধুভাবরোধে আশুগঞ্জের বড়তল্লা গ্রামে স্বল্প আয়ের অসহায় ২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বড়তল্লা শেখ বাহার প্রবাসী সমাজ কল্যান পরিষদ। রবিবার দুপুরে বড়তল্লা সরকার বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী শেখ মোঃ মোসলিম উদ্দিন, শেখ মোঃ খোর্শেদ আলম, মেখ মোঃ জিল্লুর রহমান, শেখ মোঃ গোলাপ মিয়া, শেখ মোঃ সাফি মিয়া, শেখ মোঃ বাছির মিয়া, গাজী মোঃ আক্তার মিয়া, গাজী মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ সিরাজ উদ্দিন, গাজী মোঃ হারুন, মোঃ হোসেন মিয়া, বড়তল্লা শেখ বাহার প্রবাসী সমাজ কল্যান পরিষদের সদস্য সোহেল সরকার, মির্জা আব্বাস, শেখ জুনায়েদ, শেখ সোহাগ, শেখ আব্দুল লতিফ, নাদিম সরকার, জুয়েল সরকার, শেখ সোহেল, সাদ্দাম মির্জা, সাদেক মিয়া, জামাল মিয়াসহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা বলেন, চলমান করোনা ভাইরাস প্রার্দুভাবরোধে সমাজের স্বল্প আয়ের মানুষের মাঝে আমার সাধ্য অনুযায়ী খাদ্য সহায়তা করেছি। যতদিন করোন ভাইরাস থাকবে আমার আমাদের সামার্থ্য অনুযায়ী খাদ্য সহায়তাসহ অন্যান্য যেকোন পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার আশ্বাস ব্যাক্ত করেন। এবং সেইসাথে সমাজের ভিত্তবানদের এই দূর্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।